তাহসান খান
৩৬ বছর বয়সী এই গায়ক, অভিনেতা, অধ্যাপক বা আর যত কিছুই হোক না কেন, কিংবা যে কেউ তাকে নিয়ে যা-ই বলে থাকুক না কেন, অনেকের মনে পাকাপাকিভাবে ভালোবাসার স্থান দখল করে নেয়ার কাজটা তিনি বেশ ভালোভাবেই করেছেন। প্রতিটা মানুষের ব্যক্তিগত পছন্দের তালিকায় ঠিক কে কে স্থান পাবে, তা পুরোপুরি-ই ওই মানুষটার ওপর নির্ভর করে।
কিন্তু তাহসান খান-কে নিয়ে আর যা-ই বলা হোক না কেন, টেলিভিশনে তিনি যেমন খুব বড় একটা জায়গা দখল করে আছেন, তেমনিভাবে দখল করে আছেন অনেক মানুষের মোবাইল কিংবা ল্যাপটপ-পিসির গানের তালিকা।
তার একটা নতুন এবং অপ্রকাশিত গান শেয়ার করার প্রয়াসেই আজকের এই পোস্ট।
[ এখানে বিশেষভাবে উল্লেখযোগ্য, গানটার নাম সম্পর্কে আমি সম্পূর্ণভাবে নিশ্চিত নই, একেক জায়গায় একেক নাম দেখেছি। আপাতত, এই পোস্টের পরে গানটা রিলিজ হওয়া পর্যন্ত অপেক্ষা করা ছাড়া খুব বেশি কিছু করার নেই :D ]
[ এখানে বিশেষভাবে উল্লেখযোগ্য, গানটার নাম সম্পর্কে আমি সম্পূর্ণভাবে নিশ্চিত নই, একেক জায়গায় একেক নাম দেখেছি। আপাতত, এই পোস্টের পরে গানটা রিলিজ হওয়া পর্যন্ত অপেক্ষা করা ছাড়া খুব বেশি কিছু করার নেই :D ]
গানটার কথাগুলো ছুঁয়ে যাওয়ার মতো। কাউকে যদি ছুঁয়ে না যায়, তবে পোস্ট পাবলিশার দায়ী থাকবে না :)
কোন পথে গেছো চলে বলো কোন অজানায় ঠিকানায়
Image Courtesy: |
ভেসে আসা হাওয়া মেঘ জানে না তুমি কোথায় আমি কোথায়
ভাবতে চাইনা তুমি নেই পাশে
ভাঙ্গবে না প্রেম কোনো ঝড়ে
যেন আজ আঁধারে ভয় নেই, ভালোবাসা আছে এখানে
ভুলে যাওয়া কি যায়, প্রথম ভালোবেসে
ভুলে যাওয়া কি যায়, প্রথম ভালোবেসে
ধূসর বালুকণা ওড়ে, নীল জল দেখে
না চোখে
রঙিন আলপনা বেরঙিন হয় একলা থেকে
অনেক এলোমেলো দিন পাশে ঘিরেছিল
আমায়
তবু জড়িয়ে রেখেছি প্রণয়ে
স্মৃতির পাতাগুলো খুলে দেখে নিও
কত
শত সুর শুধু গেছো্ এড়িয়ে
যেন আজ আঁধারে ভয় নেই, ভালোবাসা আছে এখানে
ভুলে যাওয়া কি যায়, প্রথম ভালোবেসে
ভুলে যাওয়া কি যায়, প্রথম ভালোবেসে...
গানটা সম্পর্কিত ফেসবুক পেজ-এর লিঙ্ক -
https://www.facebook.com/Prothom-Bhalobeshe-by-Tahsan-1759556290932399/
বি.দ্র. গানটার নামের উপর ক্লিক ( মাউসের লেফট বাটন দিয়ে :P ) করলেই ইউটিউব লিঙ্ক পাওয়া যাবে। তারপরেও গানটার ইউটিউব লিঙ্ক এখানে পুনরায় দেয়া হলো:
(এই বিশেষ দ্রষ্টব্য ব্যাপারটা না দিলে কেন জানি খালি খালি লাগে : D তাই এটা দিয়েই শেষ করলাম।)